মুন্সীগঞ্জ প্রতিনিধি
আজ ২৬ শে এপ্রিল শনিবার বেলা ১১.০০টায় ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে শিশু চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং বিক্রমপুর চাঁদের হাটের প্রধান পৃষ্ঠপোষক মোঃ সেলিম স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাটের কেন্দ্রীয় পরিষদের সভাপতি অধ্যাপিকা শায়লা রহমান।
চাঁদের হাট বিক্রমপুরের সভাপতি মোঃ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে এবং শিক্ষা সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদের হাট বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মুফদি আহমেদ, অর্থ সম্পাদক খন্দকার রিয়াজ হোসেন, বিশিষ্ট আইনজীবি ও আবৃত্তি শিল্পী নাসিম আহম্মেদ, জনজীবন ফাউন্ডেশনের সভাপতি ও মুন্সীগঞ্জ চাঁদের হাটের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, আগমনী সাহিত্য কেন্দ্রের মুন্সীগঞ্জ শাখার সভাপতি ও মুন্সীগঞ্জ চাঁদের হাটের সাংগঠনিক সম্পাদক রাজমল্লিক, বিক্রমপুর চাঁদের হাটের সহ সভাপতি আব্দস সাত্তার, চাঁদের হাটের সাংস্কৃতিক সম্পাদক রামপ্রসাদ বাল্য, বিজ্ঞান সম্পাদক পরিতোষ চন্দ্র দাস, শ্রীনগর চাঁদের হাটের সভাপতি মাসুম খান ডালু, লৌহজং চাঁদের হাটের সভাপতি মাওলানা মোঃ আমির হোসেন বয়রাগাদী চাঁদের হাটের সাধারণ সম্পাদক রমজান মাহমুদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে চাঁদের হাটসহ বিভিন্ন সংগঠনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী কানিজ ফাতেমা ও গীতা থেকে পাঠ করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অপু বাল্য।
এরপর চাঁদের হাটের সাংগঠনিক সংগীত পরিবেশন করেন চাঁদের হাটের শিশু শিল্পীরা।
এ সময় বিক্রমপুর চাঁদের হাটের প্রধান পৃষ্ঠপোষক মোঃ সেলিম সাহেবের স্মরণে আলোচনা ও মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন লৌহজং চাঁদের হাটের সভাপতি মাওলানা আমির হোসেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।