একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে একসাথে সে হল বন্ধু আমার ” এই স্লোগান কে প্রতিপাদ্য করে বন্ধুত্বের বন্ধনে সবাইকে বাধার উদ্দেশ্য নিয়ে
এস,এস,সি ১৯৮২ ব্যাচ মুন্সীগঞ্জ এর বন্ধুরা সমবেত হয়েছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগরের হাবিব-পাপিয়া বাগান বাড়িতে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ছুটির দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগত বন্ধুরা আড্ডায়, গানে গানে, নানান কৌতুকে হাসি ঠাট্টায় স্মৃতিচারণে মেতে ওঠে। যেন তারা ছেলে বেলায় ফিরে যায়। বন্ধুদের মিলন মেলায় ৬৫জন অংশগ্রহণ করেন।
এদিকে ‘৮২ ব্যাচের নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ডাঃ আইভি রহমান বন্ধুত্বের টানে ছুটে আসেন কোন প্রোটকল ছাড়াই বন্ধুদের মিলনমেলায়। তাঁর আগমনে বন্ধুদের সমাগম আরো প্রাণবন্ত হয়ে উঠে। তিনি বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে দুপুরে খাওয়া দাওয়ার পড়ে বিকেলে নারায়ণগঞ্জ ফিরে যান।
ব্যাংকার শেখ আব্দুল বাকীর, সাজ্জাদুর রহমান, কাজী ওয়াজেদ পাপন, অধ্যাপক গোপীনাথ পাল এবং মশিউর রহমান কাজলের উদ্যোগে বিরাশিয়ানদের এ আয়োজন সাফল্যমন্ডিত হয়।
মেয়র আইভি রহমান বলেন, বহুদিন পড়ে বিরাশির বন্ধুদের সঙ্গে মিলিত হতে পেরে আনন্দিত হয়েছি। সব বন্ধুদের একত্রে দেখতে পেয়ে খুব খুশি লাগছে, মনটা ভরেগেছে ।
ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ আব্দুল বাকির বলেন এ ধরনের আয়োজন আনন্দিত করে উদ্ভাসিত করে পুলকিত করে আগামী দিনে আমরা বিরাসিয়ান বন্ধুরা সমাজের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুবিধাবঞ্চিত মানুষের জন্য কল্যাণকর কাজগুলি করার প্রত্যয় রাখি সেই সাথে আমরা বিরাশিয়ান বন্ধুরা যে যেখানেই থাকি প্রতি ছয় মাস অন্তর অন্তর আমরা একটি মিলনমেলায় একত্রিত হবো।
দুপুরের খাবারের পর বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান রাফেল ড্র মধ্যে শেষ হয় এই বন্ধুদের মিলনমেলা।