মুন্সীগঞ্জ প্রতিনিধি-
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাঠা প্রস্তুত করার অপরাধে মুন্সীগঞ্জ সদরের একটি মাঠা কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মাকহাটি গ্রামের সৃজন মাঠা ভান্ডারকে জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক আসিফ আল আজাদ। সহকারি পরিচালক জানান, অভিযানে গেলে কারখানার ভেতর নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাঠা প্রস্তুত করার চিত্র দেখতে পাওয়া যায়। এসময় ওই প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানটিকে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় মাঠা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
© All rights reserved © 2022 Sumoyersonlap.com