মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের সদর উপজেলায় ইয়াবা ট্যাবলেট সহ আটক জসিম উদ্দিন (৩৬) নামের এক আসামীর ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।
আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১ টার দিকে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী বুলবুল আহমেদ। সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন সদর উপজেলার দেওভোগ মাদবর বাড়ি এলাকার জাহাঙ্গির হোসেনের ছেলে।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৫ জুলাই রাত পৌনে ৯ টার দিকে উপজেলার নাহাপাড়া এলাকার ভাঙার মোড় রাস্তায় মাদক বিক্রির সময় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ জসিম উদ্দিনকে আটক করে। পরদিন সকালে সদর থানায় মামলা করে আসামিকে আদালতে প্রেরণ করেন।
মামলাটি বিচারাধীনে থাকার পর ৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি জসিম উদ্দিনকে দোষী সাব্যস্ত করে বিচারক এ রায় ঘোষণা করেন।
এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন বলেন, ২০১৭ সালের ১৫ জুলাই রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ জসিম উদ্দিন নামের আসামিকে আটক করে। তার বিরুদ্ধে মামলা হলে ওই মামলায় ৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ টাকা অর্থদণ্ড অনাদায় আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট পোষণ করছি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।