মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌররসভার মিরকাদিম পৌর এলাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। ১৫ই মার্চ বুধবার দুপুরে মিরকাদিম পৌর আ.লীগ সভাপতি শহিদুল ইসলামের উদ্যােগে ‘রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের ‘প্রায় আড়াইশো শিক্ষার্থীর মধ্যে এসব ড্রেস বিতরণ করা হয়।
ড্রেস বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি অভি আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সভাপতি মো.মহিউদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন,বিদ্যালয়টির প্রধান শিক্ষক হৃদয় কৃষ্ণ মন্ডল, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান,সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা কামাল আহমেদ,মুন্সীগঞ্জ পৌর মেয়র ফয়সাল বিপ্লব,রামপাল ইউপি চেয়ারম্যান বাচ্চু শেখ,আ.লীগ নেতা কবির মাস্টার প্রমুখ।
জেলা আ.লীগের সভাপতি মো.মহিউদ্দিন বলেন,আমরা জেলার বিভিন্ন অনুষ্ঠানে যাই। আমাদের জানামতে স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ নিয়ে এমন আয়োজন হয়নি।জেলার সব নেতা-কর্মীদের জন্য বিষয়টি অনুকরণীয় বলে মনে করেন তিনি।
বিদ্যালয়ের সভাপতি অভি আহমেদে ও প্রধান শিক্ষক হৃদয় কৃষ্ণ মন্ডল বলেন,আমাদের বিদ্যালয়ে ৬ শর বেশি শিক্ষার্থী আছে। মধ্যে আর্থিক সমস্যা থাকায় নতুন ড্রেস বানাতে পারেনি এমন ২৫০ জন শিক্ষার্থীর তালিকা করি।বিষয়টি পৌর আ.লীগ সভাপতি শহিদুল ইসলামকে জানালে তিনি সবার ড্রেসের দায়িত্ব নিয়েছেন।
শহিদুল ইসলাম বলেন,রাজনীতির বাহিরে আমাদের অনেক সামাজিক দায়িত্ব রয়েছে।শিক্ষক,শিক্ষার্থী,অভিভাক,রাজনৈতিক ব্যাক্তিদের উৎসাহ দিতে ড্রেস দিয়েছি। অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রীসহ পড়াশোনার যাবতীয় খরচের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।