মুন্সীগঞ্জে অভিযান পরিচালনা করে এক মুড়ির কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) বেলা বারোটা থেকে দুপুর ২ টা পর্যন্ত মুন্সীগঞ্জ শহর বাজার ও ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় ফিরিঙ্গি বাজারের মেসার্স বিসমিল্লাহ ফুডস নামের এক মুড়ির কারখানায় মনিটরিং কালে দেখা গেছে মুড়ির বস্তায় কোন প্রকার লেবেল দেয়া হচ্ছে না। মুড়ির বস্তায় উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, পরিমাণ, এম আর পি কিছুই উল্লেখ করা হচ্ছে না।
এই অপরাধে প্রতিষ্ঠান টিকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় মুড়ির বস্তায় সঠিকভাবে লেবেল এবং উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, মুড়ির পরিমাণ ও এম আর পি উল্লেখ করার নির্দেশ দেয়া হয়।
এর আগে তিনি মুন্সীগঞ্জ শহর বাজারের বিভিন্ন দোকানের মূল্য তালিকা ও পন্য ক্রয়ের রশিদ যাচাই করেন। ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদ রাখতে নির্দেশ দেন।
অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর গাজী মোহাম্মদ আমিন ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।