আনিছুররহমান (রলিন) মুন্সীগঞ্জ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণ ও সম্প্রীতির বন্ধনের বার্তা ছড়িয়ে দিতে মুন্সীগঞ্জে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে জেলার সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (৭ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে জেলার সাধারণ পেশাজীবি মানুষজনও সহিদ পরিবারে নিকট সজনরা অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। পরে সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে প্রত্যেকেই মোমবাতি প্রজ্বলন করেন।
মিছিলে ‘তোমার দেশ, আমার দেশ- বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগানে মুখরিত হয়ে উঠে সহিদমিনার চত্বর উপস্থিত শিক্ষার্থীরা শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ছাত্র-জনতার রক্ত বৃথা যেতে দেবো না। সকল ধরনের অন্যায় দূর করে বৈষম্যবিরোধী এক বাংলাদেশ গড়ে তুলতে হবে।