সাবেক ছাত্রনেতা, সাবেক ভিপি, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি তারেক কাশেম খান মুকুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুন্সীগঞ্জ পৌর বিএনপির সভাপতি এ কে এম ইরাদত মানু।
জেলা যুবদলের আহ্বায়ক মজিবর দেওয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল আলম স্বপন, যুগ্ম আহ্বায়ক সাবেক ভিপি মো. শাহীন মিয়া, যুগ্ম আহ্বায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব, শহর যুবদলের আহ্বয়ক মো. এনামুল, সদস্য সচিব রায়হান কবির প্রমুখ।