মুন্সীগঞ্জে যুবদল নেতা আবু ইলিয়াস শান্ত হত্যা মামলায় আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার বেলা ১০টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব ফটকে জড়ো হয়ে মানববন্ধন ও পরে সুপারমার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল এবং অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। কর্মসূচিতে অংশনেয় সহস্রাধিক নারী-পুরুষ।
এদিকে সড়ক অবরোধ করলে প্রায় ঘন্টা ব্যাপি জেলা শহরের প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়, তৈরি হয় যানজট।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, আর্থিক ও রাজনৈতিক অবস্থানে ইর্ষানিত হয়ে দেড় মাস আগে চিতলিয়া বাজারে পরিকল্পিত ভাবে হত্যা করা হয় সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াসকে। এঘটনায় হত্যা মামলা দায়ের করলেও আসামীদের গ্রেফতারে কোন তৎপরতা নেই পুলিশের। এতে আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
২৪ঘন্টার মধ্যে এজহার নামীয় ৮আসামীকে গ্রেফতার ও অনতিবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ বিচার করতে হবে। অন্যথায় থানা ঘেরাও এর হুশিয়ারী দের। পরে অবরোধ ছেড়ে একই দাবিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভকারীরা।
শান্ত’র স্ত্রী শান্তা ইসলাম বলেন, এ হত্যাকারীদের আটকে জেলা বিএনপির নেতারা এগিয়ে না এলে তিনি ও তার পরিবার বিএনপিকে বয়কট করার হুসিয়ারি দেন।
স্থানীয় প্রশাসনকে শান্ত হত্যাকারীদের গ্রেফতারের দাবি তুলেন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিবেন বলে জানান।
প্রসঙ্গত, গত ১নভেম্বর মামলার আসামীদের সাথে স্পীড বোটে করে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা হয় যুবদল নেতা শান্ত। রাতে আসামীরা বাড়ির লোকজনকে জানায়, শান্ত আহত হয়ে হাসপাতালে ভর্তি। গুরুতর আহত অবস্থায় শান্তকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে রাতে মৃত্যু হয়। এঘটনায় নিহতের ছোট ভাই মামুন সরকার বাদী হয়ে এজহার নামীয় সহ ১৪জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। নিহত ইলিয়াস মুন্সীগঞ্জ সদরের উপজেলার চর মশুরা এলাকার মৃত বোরহান সরকারের ছেলে।