প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৪:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৪, ৫:১১ পি.এম
মুন্সীগঞ্জে রাসেলস ভাইপার আতঙ্ক দূর করতে মাঠে ‘স্মার্ট ব্রিগেড’
মুন্সীগঞ্জ প্রতিনিধি
দেশের বিভিন্ন জেলার মতো মুন্সীগঞ্জে সাপ (রাসেলস ভাইপার) নিয়ে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন সময়ে সাপের আতঙ্ক দূর করতে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে কাজ করছেন ‘স্মার্ট ব্রিগেড’-এর সদস্যরা। সাপ দংশনে করণীয় এবং তা কিভাবে এড়ানো যায়-এই বিষয়ে সচেতনতা তৈরি করতে লিফলেট বিতরণ করেন তাঁরা।
আজ শনিবার (২২ জুন) জেলা প্রশাসক মো. আবু জাফরের নির্দেশে জেলা সদর, টঙ্গীবাড়িসহ বিভিন্ন উপজেলায় তাঁরা কাজ শুরু করেন।
জানা যায়, স্মার্ট ব্রিগেড টঙ্গীবাড়ির সদস্যরা উপজেলার বেতকা, আব্দুল্লাহপুর, পাইকপাড়া এলাকার জনগণের মধ্যে সাপ সম্পর্কিত সঠিক তথ্য তুলে ধরেন। তা ছাড়া মুন্সীগঞ্জ সদরের সদস্যরা উপজেলার মুক্তারপুর ফেরিঘাট ও পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় বিভিন্ন ধরনের সাপ, বিশেষত রাসেলস ভাইপার সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
টিফলেটে বলা হয়, সাপ দংশন করলে ভয় পাওয়া যাবে না। বেশির ভাগ সাপই বিষধর নয়।দংশিত অঙ্গ বিশ্রামে রাখতে হবে। পায়ে দংশন করলে বসে পড়তে হবে; হাঁটাহাঁটি করা যাবে না। হাতে দংশন করলে হাত নাড়াচাড়া করা যাবে না; বরং হাড় ভাঙলে যেভাবে কাঠ-ব্যান্ডেজ দিয়ে প্লাস্টার করা হয়, ওইভাবে ব্যবস্থা নিতে হবে। দংশিত অঙ্গে শক্ত গিঁট দেওয়া যাবে না।তাতে আরো বলা হয়, সাপ দংশনের সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ক্ষেত্রে মোটরসাইকেল বা অ্যাম্বুল্যান্সযোগে দ্রুততম সময়ে পৌঁছার চেষ্টা করতে হবে। দংশিত স্থান কাটা যাবে না। সুই ফোটানো যাবে না বা কোনো ধরনের প্রলেপ লাগানো যাবে না। ওঝা বা বৈদ্য দিয়ে চিকিৎসা করে কিংবা ঝাড়ফুঁক করে অযথা সময় নষ্ট করা যাবে না।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com