মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে রিয়াজুল ফরাজি নামে এক শ্রমিক নিহতের ঘটনায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব, ৭ জন সাবেক ইউপি চেয়ারম্যানসহ ২০৮ জনকে এজাহারনামীয় আসামি ও অজ্ঞাতনামা আরও ২/৩ শ' জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহতের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। সোমবার দিবাগত রাতে মামলাটি নথিভুক্ত করা হয় মুন্সীগঞ্জ সদর থানায়।
ফয়সাল বিপ্লব জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে। শেখ হাসিনা পদত্যাগ করার পরপরই মহিউদ্দিন পরিবারের সকল সদস্য পলাতক রয়েছেন।
গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট থেকে কৃষি ব্যাংক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর দিনভর গুলি চালায় বিপ্লব ও তার লোকজন। এতে কয়েকজন হতাহতসহ অন্তত ৪ শতাধিক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়।
মামলায় উল্লেখযোগ্য অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন- পঞ্চসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা তার ভাই গোলাম কিবরিয়া, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহীন, রামপাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাচ্চু শেখ, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগর, ছাত্রলীগ নেতা নসিবুল ইসলাম নবেল, রায়হান উজ্জামান রাসেল, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফসার উদ্দিন ভুইয়া আফসু, সাধারণ সম্পাদন শামসুল কবির মাষ্টার, মোল্লাকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারি, গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনসুর আহমেদ খান জিন্নাহ, জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া, সাধারণ সম্পাদক লাকুম ঢালী, এডভোকেট মাহবুবুর রশিদ সবুজ, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুইয়া প্রমুখ।
এ মামলায় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেলকে ছাত্ররা ঢাকার পল্টন থেকে সোমবার রাতে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়। জামিন না মঞ্জুর করে আদালত জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে যোগ দিয়ে মুন্সীগঞ্জ সুপার মার্কেট সংলগ্ন এলাকায় সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় শ্রমিক রিয়াজুল ফরাজি। তার বাড়ি মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকা ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।