মুন্সীগঞ্জের শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টাজাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আড়িয়াল বিলের মাটি কেটে বিক্রি বন্ধে শীঘ্রই চেকপোস্ট বসানো হবে, যাতে কোনোভাবেই বিলেরপরিবেশ নষ্ট না হয়।
শনিবার বিকালে শ্রীনগর উপজেলার শ্রীধরপুর এলাকায় আড়িয়াল বিলের ধান কাটা ও মাড়াই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানঅতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতছিলেন।
এসময় স্থানীয় কৃষকদের সঙ্গে খোলামেলা আলোচনায় বিভিন্ন সমস্যা ও সংকট সমাধানের আশ্বাস দেন উপদেষ্টারা। প্রশ্নোত্তর পর্বেকৃষকদের নানা দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আড়িয়াল বিলের উন্নয়নে খাল খননসহ ভেকু দিয়ে অবৈধ মাটি কাটা সম্পূর্ণরূপেবন্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কৃষকদের উৎপাদিত শাকসবজি সংরক্ষণের জন্য দুটি হিমাগার নির্মাণেরও পরিকল্পনার কথা জানানতিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন,দেশে দুর্নীতির বিরুদ্ধে প্রথম কাজটি শুরু করতে হবে। যেখানেই সরকারি কাজ, সেখানেই যেন দুর্নীতির স্থান নাহয়। দুর্নীতি বন্ধ হলে দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।
এই সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষিকর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত প্রমুখ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।