নিজস্ব প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে খরিদা সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে।গতকাল সোমবার মুন্সীগঞ্জ সদর থানায় বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন শেখ (৭৪) তিনি একটি অভিযোগ দায়ের করেছে। মুন্সীগঞ্জ সদর থানায় ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, তারা হলেন, মুঞ্জ মিয়া (৬০), পিতা-মৃত আব্দুল আজিজ, মোঃ সুমন (৩৮), পিতা- মঞ্জু শেখ, পানু শেখ (৬০), পিতা- মৃত-সাহেদ আলী শেখ, আমির হোসেন (৮০), পিতা-মাদবর আলী, আওলাদ (৫০), আক্তার (৪৫), মুক্তার (৪০),উভয় পিতা- আমির হোসেন। তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ মহাকালী ।
অভিযোগ সূত্রে জনা যায়, মুন্সীগঞ্জে জায়গা সম্পত্তি নিয়া বিরোধ এবং যুগ্ম জেলা জজ ১ম আদালত, মুন্সীগঞ্জ- এ দেঃ মোঃ নং- ১২/২০০৮ চলমান রহিয়াছে। বিবাদীরা ভুমিদস্যু ও পরবিত্ত লোভী। বিবাদীরা খরিদা সম্পত্তি দখলের পায়তারাসহ বিভিন্নভাবে হয়রানী নির্যাতন ও অত্যাচার করিয়া আসিতেছে। বিবাদীরা আইন সালিশ কিছুই মানে না। গত ০৬/১১/২০২২ তারিখ দুপুর অনুমান ১.৩ মিনিটের দিকে মহাকালী মৌজাস্থিত আর এস ২৪ নং খতিয়ান ও ৩৮৭৫নং আর এস দাগের ৭২ শতাংশ পুকুর জোর করিয়া ড্রেজার বসিয়ে মাটি ভরাট করার জন্য পাইপ ফিটিং করিলে আমি সহ আমার পরিবারের লোকজন বিবাদীদের বাধা নিষেধ করিলে সকল বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া মারধর করতে উদ্যত হয়। আরও জানা যায়, বিবাদীরা ড্রেজার দিয়া পুকুর ভরাট করমুই, যদি বাধা দিস তাহলে তোদের হাত পা ভাঙ্গিয়া জমির ভিতরে কুপিয়া রাখিবে বলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী প্রদান করেন।
মুন্সীগঞ্জ সদর এস আই তারেক বিশ্বাস বলেন, একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সার্পেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।