সাংবাদিকরা সমাজের দর্পন। সমাজের আনাচে কানাচে ঘটে যাওয়া ঘটনাগুলোই তারা তুলে ধরেন ইলেক্ট্রনিক মিডিয়া অথবা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। এতে তারা সবসময় ব্যস্ত থাকেন সংবাদ সংগ্রহের জন্য। তাদেরও কিছুটা সময় বিশ্রাম অথবা আনন্দ অনুভবের সময় বেঁছে নেওয়া দরকার। এই সময় অনুভবের কথা মাথায় রেখেই মুন্সীগঞ্জ অনলাইন প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটি মুন্সীগঞ্জ বিজয় দিবস উপলক্ষে সাংবাদিকদের দ্বারা একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে। স্টেডিয়াম ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলা অনলাইন সভাপতি কাজী বিপ্লব হাসান ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোসনে হাসান কবিরের সভাপতিত্বে ৩১ ডিসেম্বর ২০২২ ইং তারিখে বিকেল ৩ টায় এই ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল ম্যাচের উদ্বোধক ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহম্মদ মাহফুজুর রহমান আল মামুন বিপিএম বার পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উক্ত ম্যাচে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দীন উজ্জ্বল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক এড. আবু সাঈদ সোহান, দৈনিক রজতরেখার সম্পাদক এড. শাহিন মোহাম্মদ আমানুল্লাহ, জেলা ক্রীড়া অফিসার খাদিজা আক্তার। বিশিষ্ট নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী, মুন্সীগঞ্জ জেলা অনলাইন এর উপদেষ্টা সাইফুল্লা ভূঁইয়া, অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ রুবেলের সঞ্চালনায় পুরো ম্যাচটি পরিচালনা করেন। এছাড়াও রিপোর্টার্স ইউনিটি ও অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উক্ত ম্যাচটিতে অংশগ্রহন করেন। এ খেলায় রিপোর্টার্স ইউনিটি ৩ – ১ অনলাইন প্রেসক্লাবকে পরাজিত করে।