শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ

মুন্সীগঞ্জে সিরাজদিখানে ঈদ পুনর্মিলনী ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৪৭ বার পঠিত

 মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩ দিন ব্যাপী গ্রামীন মেলা, ঈদ পুনর্মিলনী, কৃতি শিক্ষার্থীদের সবংর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর এর আয়োজনে উপজেলার মালখানগর ডিগ্রি কলেজ ও স্কুল মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। সোমবার মেলায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা দর্শনার্থীদের ঢল নামে। দর্শনার্থীদের আনন্দ বিনোদনের জন্য নাগর দোলা, নৌকা, চরকা, ঘোড়া, ট্রেনসহ বিভিন্ন রাইডস রয়েছে। নানা প্রকার মুখরোচক খাবার, প্রসাধনী, খেলনা, নিত্য প্রয়োজনীয় হরেক রকম জিনিসে ছিলো শেলার আরো আকর্ষণ।

 

সোমবার দিবাগত রাত ৮ টার দিকে মেলার ২য় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব‌্যাংক এশিয়া লিঃ ও র‌্যাংকস গ্রুপের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী। ফ্রেন্ডস এসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন বাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মালখানগর ডিগ্রি কলেজ অধ্যক্ষ সফিউদ্দিন হাওলাদার, মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল আলম, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ, সিরাজদিখান উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু গোবিন্দ দাস পোদ্দার, মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী মকবুল হোসেন আনু, ব্যাংক এশিয়ার সিনিয়র কর্মকর্তা নাহিদ হোসেন প্রমুখ।

সম্মনিত অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এরপর আলোচনা সভা শেষে রাত ১০ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে রাত ১২ টার দিকে ২য় দিনের কার্যক্রমের সমাপ্তি ঘটে।  #

 

 

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।