মুন্সীগঞ্জের সিরাজদিখানে জেলার সর্ববৃহৎ ঐতিহ্যবাহী বালুচর বাজার বণিক সমিতির আসন্ন নির্বাচনে বালুচর বাজার ব্যবসায়ীদের সুশৃঙ্খল সেবা প্রদান ও উন্নয়ন মূলক কাজ করার জন্য দুর্দিনের কান্ডারী বালুচর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি সৈয়দ মোঃ আমির হোসেনকে পুনরায় সভাপতি হিসেবে পেতে চান বলে দাবী জানিয়েছেন বালুচর বাজার ব্যবসায়ীবৃন্দ।
আগামী ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৬৬৬ জন ভোটারের
স্বতঃস্ফূর্ত ভাবে ভোট প্রদানের মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বালুচর বাজার ব্যবসায়ী জীবন আহম্মেদ জানে আলম জানান,সৈয়দ আমীর হোসেন সভাপতি থাকাকালীন আমরা নিরাপদে ব্যবসা করে আসছি এবং পাশাপাশি বাজারে হয়েছে ব্যপক
উন্নয়ন যেমন বাজারে অবস্থিত মজিদের কাজ সম্পন্ন করা হয়েছে।বাজারের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে স্বাস্থ্যসম্মত টয়লেট ।
নিরাপত্তার প্রয়োজনে বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে সি.সি. টিভি ক্যামেরা,বাজারের বিভিন্ন গলির অসমাপ্ত কাঁচা রাস্তাগুলো পাকাকরণ করা হয়েছে ,বাজারের পয়নিষ্কাশনের ব্যবস্থা করা,
বাজারে অনাকাঙ্গিত বনগড়া বিবাদ প্রতিরোধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ,বাজারের রাতের বেলা চলাচলের সুবির্ধাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা,
বাজারের দোকানপাট ও মালামালের নিরাপত্তার জন্য অধিক পাহারাদার নিয়োগসহ বিভিন্ন সক্রিয় ব্যবস্থা গ্রহণ,বাজারের অনাকাঙ্গিত অগ্নিসংযোগ দূর্ঘটনা এড়ানোর জন্য অগ্নিনির্বাপক সরঞ্জামাদির ব্যবস্থা,বাজারের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ঝাড়ুদার ও সুইপার নিয়োগ,সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করা সহ বাজারের সকল ব্যবসায়ী ভাইদের অভিযোগ আমলে নিয়ে সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন তাই বাজারের শৃঙ্খলা বজায় রাখতে ও ব্যবসায়ীদের নিরাপদ স্বার্থে আগামীতে ও সৈয়দ আমীর হোসেন সভাপতি হিসেবে পেতে চাই।
সৈয়দ আমীর হোসেন জানান, বিগত দিনে আমি বাজারের কি উন্নয়ন করেছি সবই আপনারা দেখেছেন আমি আগামীতে নির্বাচিত হলে এ প্রতিশ্রুতি দিতেছি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা,ট্রলার থেকে মাল নামানোর জন্য নদীর পাড়ে ঘাট তৈরী,বাজারে দোকানের ভাড়া অতিরিক্ত বৃদ্ধি যেন না পায় সে ব্যাপারে নজরদারি, ফুটপাতের দোকান গুলি পুনর্বাসনের ব্যবস্থা,ক্রেতারা রিকশায় করে বাজারের ভিতরে সহজে কেনাকাটা করতে পারবে সে ব্যবস্থা সহ বাজারে যাতে কোন প্রকার চুরি, ডাকাতি,চাঁদাবাজি না হতে পারে সে লক্ষ্যে জোরালো পদক্ষেপ গ্রহণ করবো।অতীতে কথা দিয়েছিলাম, কথা রেখেছি, আগামীতেও কথা রাখবো ইনশাআল্লাহ্।