মুন্সীগঞ্জ প্রতিনিধি,
মুন্সিগঞ্জ সদর জেনারেল হাসপাতালের ভিতরে কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা শেখ শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মুন্সিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
শনিবার ৮ জুলাই দিবাগত রাতসাড়ে ৩টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর হোগলাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মামলার পরথেকে পলাতক ছিলেন অভিযুক্ত শাকিল। ঘটনার পর তিনি নারায়ণগঞ্জে পালিয়ে গিয়েছিলেন। এরপর বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে সবশেষ শনিবার রাতে নারায়নগঞ্জ হতে গজারিয়া আসেন। সেখানে রাতে অবস্থান করে অন্যত্র পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
স্থানীয় সোর্স ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশ গজারিয়ায় শাকিলের অবস্থান শনাক্ত করে। এরপর গভীর রাতে মামলার তদন্ত কর্মকর্তা মুন্সীগঞ্জ সদর থানার এসআই এনামুল হক মণ্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামী শাকিল কে আজ আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।
গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ সদর জেনারেল হাসপাতালের পুরাতন ভবনের ছাদে এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় মুন্সিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাকিলের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী।তার বসত বাড়ি নির্জন হওয়ায় নিরাপত্তার কথা ভেবে প্রায় রাতেই মায়ের সঙ্গে হাসপাতালে থাকতো মেয়ে। মঙ্গলবার রাতে মায়ের জন্য হাসপাতালে অবস্থান করছিল ওই কিশোরী। এসময় চার-পাঁচজন সহযোগীকে নিয়ে হাসপাতালে অবস্থান করছিলেন স্থানীয় ছাত্রলীগ নেতা শাকিল। রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে লোকজন কমে গেলে জরুরি কথা আছে বলে ওই কিশোরীকে ডেকে সিঁড়ির সামনে নিয়ে প্রেমের প্রস্তাব দেন শাকিল। এতে অস্বীকৃতি জানালে একপর্যায় ভয়ভীতি দেখিয়ে তাকে টেনে-হিঁচড়ে হাসপাতালের ছাদে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে চলে যান শাকিল। পরে বিষয়টি যানাযানি হলে ধামাচাপা দিতে বিভিন্নভাবে হুমকি দেওয়াসহ আপসের চেষ্টা চালাচ্ছিল অভিযুক্তপক্ষ।
এদিকে, কিশোরী ধর্ষণের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।