শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ-
মুন্সীগঞ্জে হেরোইন সহ আটক মামলার আসামি গোলাম হোসেন ওরফে গোলাম মোস্তফা (৪৩) নামের এক আসামীর ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারি বুলবুল আহমেদ।
আসামি গোলাম হোসেন ওরফে গোলাম মোস্তফা সদর উপজেলার খানকা দালাল পাড়ার মৃত হারুনুর রশিদের ছেলে।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টার দিকে সদর থানাধীন রেইডিং পার্টির সদস্যরা আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুকবাসপুর বছিরননেছা স্কুলের সামনে রাস্তা থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন ওজন ১০ গ্রাম জব্দ করা হয়।
এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মোঃ হোসেন মিয়া বাদী হয়ে ওই একই তারিখে গোলাম মোস্তফাকে আসামি শ্রেণীভুক্ত করে সদর থানায় মাদক আইনে মামলা করে।
মামলাটি ৮ বছর আদালতে চলমান অবস্থায় ৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারক এ রায় ঘোষণা করেন।
এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন বলেন, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সুকবাসপুর এলাকা হতে ৫০ গ্রাম হেরোইন সহ গোলাম মোস্তফা নামে এক আসামীকে আটক করা হয়। এ ঘটনায় ৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট পোষণ করছি।