মোঃ লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবী বাজার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত ৪ শতাধিক শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে।
শিশুদের জন্য বিশেষভাবে ফাইজারের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। দুপুর ২টার মধ্যেই অধিকাংশ টিকা প্রদান শেষ হয়ে যায়। কৌতূহল উৎসাহ নিয়ে শিশুদের টিকা নিতে দেখা যায়। শিশুদের টিকা প্রদানে আনন্দিত অভিভাবকরা তবে শিশুদের ক্ষেত্রে করোনার টিকা কোনো স্বাস্থ্যঝুঁকি তৈরি করবে কিনা অথবা কোনো প্রভাব ফেলবে কিনা সেটি নিয়ে দুশ্চিন্তায় আছে অভিভাবকরা।
সুরক্ষা অ্যাপের মাধ্যমে শিশুদের রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবে শিশুরা। শিক্ষাপ্রতিষ্ঠানে শেষ হলে বাকি অন্য শিশুদের টিকা দেওয়া হবে। এদিকে সকাল থেকে টিকা কেন্দ্রতে দেখা যায় শিশুদের ভীড়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।