সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে হারিয়ে যাচ্ছে ২০০ বছরের মৃৎ শিল্পের ঐতিহ্য মুন্সিগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির অভিযোগ মুন্সীগঞ্জে ঘনকুয়াশায় নৌযান ৮ ঘন্টা আটকা, হাজার মানুষের চরম দূর্ভোগ মুন্সীগঞ্জে শহীদ জিয়া পরিষদের সদর থানার সভাপতি আলী আজগর পলাশ,সম্পাদক আরিয়ান রাজ ( রউফ) উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে আগুনে পুড়ল দোতলা ঘর ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বিগত বছরে ৬৩৫৯ সড়ক দুর্ঘটনায় ৮৫৪৩ জন নিহত – যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত জাগৃতি কার্যকরী সংসদ নির্বাচন ২০২৫-২০২৬ শপথ গ্রহণ ও কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো নাটক ” নির্বর্তন “

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৯ বার পঠিত

মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো নাটক ” নির্বর্তন “

মুন্সীগঞ্জ প্রতিনিধি

৩জানুয়ারি (শুক্রবার)মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হলো হিরণ কিরণ থিয়েটারের ২৩তম প্রযোজনা ” নির্বর্তন ” নাটকের ৩য় মঞ্চায়ন। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার, নির্দেশক,অভিনেতা, জাহাঙ্গীর আলম ঢালী। নাটকটি তে মূল চরিত্রে অভিনয় করেন, নিমাতা ও অভিনেতা

মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো নাটক " নির্বর্তন "

মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো নাটক ” নির্বর্তন “

তুষার চন্দ্র রায়, মোহাম্মদ শামীম শেখ, রথিন দাস, তাসফিয়া তন্নী, অনিক পাল ও মুকুল রানী সাহা । এছাড়াও আরও অভিনয় করেন, ড্যাফরিন খান পুতুল, পুনম রায় , জীরন ঢালী, মো. ফারদিন, আকিব মাহমুদ, ইসরাফিল সরকার, মাহমুদুল হাসান, সীমান্ত বাইজিদ, শাহরিয়ার আহমেদ, মনিকা আক্তার আয়েশা, মাহি ইসলাম বৃষ্টি, দিয়া সাহা, তিথি রায়।

” নির্বর্তন ” নাটকটি তে ফুটে দেশের বিভিন্ন প্রান্তে ভুল বিচারের শিকার হওয়া মানুষের চিত্র।
দুই ভাই বোনের নাহিদ ও তন্নী খুব ছোট বয়সে তাদের মা ও বাবা মারা যায় তন্নী সকল দায়িত্ব তার বড় ভাই নাহিদ লালন পালন করেন। নাহিদ সংস্কৃতি চর্চা করেন নৃত্যের শিক্ষক এবং একাউন্টিং মাস্টার্স পরিক্ষা দিয়েছে।
শহরের ২ পরিবারের সাথে জায়গা সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা থাকে। তাই খোবের বসবতি হয়ে একটি পরিবার তার প্রতিবেশী নাহিদকে মিথ্যা খুনের মামলা দিয়ে হয়রানি করতে থাকে ৷ পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আশে নাহিদকে। রিমান্ড হয় , শাক্ষি না থাকায় আদালতে নাহিদকে দেওয়া মিথ্যা খুনের মামলা পমানিত হয় সে অপরাধী । নাহিদ ফাসির আদেশ হয়। অসহায় নাহিদ কারাগারে দিন গুলো সৃষ্টিকর্তা সরন করেন তার একমাএ বোন কথা ,তার একমাএ ভালোসার কথা, সাংস্কৃতিক চর্চা সৃতি তার পেছনে ফেলা আশা সুন্দর জীবন সেই সময় এর কথা ।

অবশেষে নাহিদ এর ফাসি হয়। তার পরেই সবার সামনে সত্য ঘটনা প্রমান হয় নাহিদ নিরপরাধ। যে মিথ্যা মামলায় নাহিদের ফাসি হলো সে এখনো জীবিত আছে সে মারা যায়নি। কিন্তু আমরা নিরাপরাধ নাহিদ কে হারালাম।

সমাজের মানুষের প্রতি মানুষের হিংসা,বিদ্যেষ, ভুল তদন্তের বিষয় গুলো ফুটে উঠে নাটকটিতে।মোট ২৬ জন শিল্পী অভিনয় করেন।

নাটকটি দেখে উপস্থিত দর্শকরা এর ভুয়সী প্রসংশা করেন ৷ এবং নাট্যকার এর গল্পের পটভুমি এবং অভিনয় শিল্পীদের সুনিপুণ অভিনয়েরও প্রসংসা করেন৷

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।