মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদী থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ১৩ ডাকাতকে আটক করেছে নৌ-পুলিশ।
গত কাল শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল সন্ধ্যায় উপজেলার এখলাছপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, আটককৃতরা হলেন সাব্বির মিজি (২৩), মহিউদ্দিন সরকার (৪১), আল আমিন (২০), ইমরান (২২), ফিরুজ মিজি (২৬), জীবন বেপারী (২০), আনোয়ার হোসেন (২৪), জহিরুল ইসলাম (২৭) আক্তার হোসেন (২২), সাহিন মিয়া (২০), সুজন বেপারী (২৭), কাসেম বেপারী (২৪) ও সালাউদ্দিন (২৮)।
এ সময় গোলাগুলিতে সালাউদ্দিন নামে এক ডাকাত গুরুতর আহত হওয়ায় তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নৌ পুলিশ জানায়, এই ১৩ ডাকাত শনিবার বিকেলে মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকার একটি খালে ডাকাতি করে পালিয়ে যাচ্ছিল। এ সময় ঘটনাটি পুলিশকে জানালে নৌ-পুলিশের কয়েকটি দল বিভক্ত হয়ে মেঘনা নদীতে অভিযান শুরু করে।
ডাকাত দল স্পিডবোট নিয়ে এখলাছপুর এলাকা দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। পরে সাঁড়াশি অভিযানের ফলে তখনই নৌ পুলিশের জালে ধরা পড়ে ডাকাত দল।
মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, আটককালে ডাকাতদের কাছ থেকে ৫৯টি মোবাইল, ১০টি রামদা, দুইটি পাইপগান, চারটি ছুরিসহ আরও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।