মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ পৌরসভার উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন জগ প্রতীকের প্রার্থী চৌধুরী ফাহরিয়া আফরিন। তার প্রাপ্ত ভোট ২২ হাজার ১৮৮টি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নারিকেল গাছ প্রতীকের এস এম মাহাতব উদ্দিন কল্লোল পেয়েছেন মাত্র ৫৪৬ ভোট।
গতকাল ৯ই মার্চ (শনিবার) ভোট গণনা শেষে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
চৌধুরী ফাহরিয়া আফরিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে জয়ী সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লবের সহধর্মিণী এবং জেলা আওয়ামী লীগ সভাপতি মো. মহিউদ্দিনের পুত্রবধূ।
৯টি ওয়ার্ড নিয়ে গঠিত মুন্সীগঞ্জ পৌরসভার ভোটার সংখ্যা ৫৭,৯৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৯,০১৭ জন ও নারী ভোটার ২৮,৯৪৩ জন। শনিবার ২৫টি ভোট কেন্দ্রের ১৫৭টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফয়সাল বিপ্লব দ্বাদশ সংসদ নির্বাচনের অংশ নেওয়ার জন্য স্বেচ্ছায় মেয়র পদ থেকে অব্যাহতি নেন। এতে পদটি শূন্য হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।