ভোট গ্রহনের মাধ্যমে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সাখাওয়াত হোসেন মানিক। এরআগে ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে ৬ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় ৩ টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুর ২ টা থেকে শহরের খালইস্ট এলাকার সংগঠনটির জেলা কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫ টা পর্যন্ত। ৮৬ জন ভোটারের মধ্যে ৩ টি পদে ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এতে সাধারণ সম্পাদক পদে মো. সাখাওয়াত হোসেন মানিক সরাসরি ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রুবেল পেয়েছেন ১৮ ভোট।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু সাঈদ সৌরভ পেয়েছেন ৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরিফ পেয়েছেন ১৩ ভোট ও সাধারণ সদস্য পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মাসুদ হাসান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম পেয়েছেন ২৯ ভোট।
এছাড়া, বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে কাজী বিপ্লব হাসান,সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্মসম্পাদক হামিদুল ইসলাম লিংকন, কোষাধ্যক্ষ আব্দুর রকিব, দপ্তর সম্পাদক মোঃ রহমত উল্লাহ দেওয়ান, প্রচার সম্পাদক মো. শাহআলম।
এর আগে সকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের উপস্থিততে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওবায়দুর রহমান শাহীন, বিএফইউজের মহাসচিব মো. কাদের গণি চৌধুরী, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, এ কে এম মহসিন, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ। এতে সভাপতিত্বে করেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।