মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব জয়লাভ করেছেন। তিনি ৮৯ হাজার ৭০৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস পেয়েছেন ৮২ হাজার ৮৩৩ ভোট। এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের এ এফ এম রফিকুল্লাহ সেলিম পেয়েছেন ২৯৩৬ ভোট।
মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মোহাম্মদ ফয়সাল বিপ্লব বঙ্গবন্ধুর সহচর মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের ছেলে এবং মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র। তিনি এই আসন হতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন বঞ্চিত হয়ে এ আসন হতে কাঁচি প্রতীকে নির্বাচন করে জয় লাভ করলেন তিনি। নির্বাচনে অংশগ্রহণ করার আগে তিনি মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন । ওই মেয়র পথ হতে পদত্যাগ করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন।
অন্যদিকে এই সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্য এডভোকেট মৃনাল কান্তি দাস গত দুইবারের টানা সংসদ সদস্য ছিলেন। এবারও তাকে নৌকা প্রতীকে এ আসন হতে মনোনয়ন দেওয়া হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।