মোঃ আরিফুজ্জামান সাগর, নিজস্ব প্রতিনিধিঃ
মুজিব সংগীত শিল্পী জনাব
গিয়াস উদ্দিন
বিজয়ের শুভেছা তিনি মনে করেন বাঙালীর জন্য প্রতিটা ক্ষণে।
জাতির পিতার বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ।
সকলেকে বিজয় দিবসের শুভেচ্ছা ও সবার জন্য মঙ্গল কামনা করেন।
বিজয়ের ৫০ বছর পূর্তীর সুবর্ণ জয়ন্তীতে একজন মুজিবভক্ত কণ্ঠশিল্পী আমাদের প্রিয় গিয়াসউদ্দিন এর নিজের লেখা ও সুর করা এবং নিজ কণ্ঠে গাওয়া একটি অসাধারণ মুজিব সংগীত। প্রশংসা জানিয়েছেন, সাংবাদ কর্মী, মোঃ আরিফুজ্জামান সাগর,
প্রতিনিধিঃ দৈনিক সময়ের সংলাপ ও বি টি ভি
“মুজিব সংগীত” নামকরণটি শিল্পীর নিজের। শিল্পীর লেখা, সুর করা এবং কণ্ঠ দেওয়া প্রায় ৫০ টি মুজিব সংগীতের মধ্যে ৫টি Giassudin নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এবং ৫টি প্রকাশের জন্য রেকর্ডিং চলছে। অবশিষ্ট গানগুলোও পর্যায়ক্রমে রেকর্ডিং ও প্রকাশের অপেক্ষায়। শিল্পীর অক্লান্ত পরিশ্রম, সাধনা ও সৃষ্টি জাতিকে উপহার দেওয়ার জন্য শিল্পীকে অভিনন্দন ও শুভ কামনা জানানিয়েছেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করছেন ভক্তরা।