মুন্সীগঞ্জে জাতীয় বীমা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে “কৃতি শিক্ষার্থী” সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি (বিআইডিএস)।
অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আগামী ১ মার্চ ২০২৩ ইং তারিখে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতি বিজরিত জাতীয় বীমা দিবস ২০২৩ উদযাপন করা হবে। এ বছর দিবসটি ‘ক’ শ্রেনীর জাতীয় দিবস হিসেবে পালিত হবে। ‘জাতীয় বীমা দিবস’ ২০২৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি মুন্সীগঞ্জ জেলা
কমিটির পক্ষ থেকে আগামী ১ মার্চ ২০২৩ ইং বুধবার মুন্সীগঞ্জ জেলার সকল বীমা কোম্পানীর বীমা পেশাজীবির
সন্তানদের মধ্যে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হবে।
আগামী ২৫ ফেব্রুয়ারী এর মধ্যে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সিজিপিএ এ প্লাস প্রাপ্ত সকল কৃতি শিক্ষার্থীদের ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও মার্কশীট জমা করে নিবন্ধনের অনুরোধ জানিয়েছেন বিআইডিএস এর মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম। তিনি আরো বলেন, আশ করি উক্ত সময়ের মধ্যে সকল যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করে অনুষ্ঠানে অংশ গ্রহণ করার সুযোগ অর্জন করবেন।
সংবর্ধনা অনুষ্ঠানটি আগামী ১ মার্চ মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
নিবন্ধন সংক্রান্ত যোগাযোগের হটলাইনঃ ০১৯১৮৯৯৯৩১৮, ০১৯৭৭৭৫৫৮৪৪