বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ
জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ঘায়েল করতে বিরোধীয় জমিতে নিজের বসানো মূর্তি নিজেই ভেঙেছেন শ্রী বীরেন চন্দ্র বর্মন। ঘটনাটি প্রকাশ পেলে ভুল স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মুচলেকা দেন তিনি।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝার এলাকার বাসিন্দা বীরেন চন্দ্র বর্মন, যিনি শ্রী অনিল চন্দ্র বর্মনের ছেলে, ধর্মীয় ইস্যুকে কাজে লাগিয়ে জমি দখলের কৌশল হিসেবে এই পদক্ষেপ নেন। এ নিয়ে শুক্রবার রাতে উত্তেজনার সৃষ্টি হলে, শনিবার সকালে ইউএনওর কাছে মুচলেকা দিয়ে ক্ষমা চান তিনি।
মুচলেকায় বীরেন লিখেছেন, "আমার ক্রয়কৃত জমি মোঃ আনছারুল ইসলামের গোত্রের জমির অংশ দখল করার জন্য কৌশল অবলম্বন করে আমি নিজ জ্ঞানে আমার সম্প্রদায়ের মূর্তি স্থাপন করি এবং নিজেই সেটি ভেঙে দেই। এটি আমার ভুল হয়েছে এবং এর জন্য আমি ক্ষমাপ্রার্থী।
তোড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ বলেন, "জমি নিয়ে বিরোধের জেরে বীরেন রাতে নিজের বাড়ির মূর্তিটি বিরোধীয় জায়গায় বসিয়ে নিজেই সেটির অংশ বিশেষ ভেঙে ফেলেন। এরপর সকালের দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইউএনও এবং ওসি এসে বীরেনের কাছ থেকে ভুল স্বীকার করান। এটি ধর্মীয় বিষয় নয়, বরং বীরেন তার ব্যক্তিগত স্বার্থে এই কৌশল অবলম্বন করেছেন।
এ বিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান জানান, "৯৯৯-এ ফোনের মাধ্যমে মূর্তি ভাঙার বিষয়টি জানানো হলে আমি এবং থানার ওসি ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারি, হিন্দু সম্প্রদায়ের ওই ব্যক্তি জমি সংক্রান্ত বিরোধে এই কৌশল ব্যবহার করেছেন। তবে ধর্মীয় ইস্যুকে অপব্যবহার করে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক।"
এ বিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, ঘটনাস্থল থেকে ৯৯৯ এ ফোন দিয়ে ফোন মূর্তি ভাঙার বিষয়টি জানানো হয়েছিলো। খবর পেয়ে আমি এবং থানার ওসি সেখানে যাই এবং স্থানীয়দের সঙ্গে কথা বলি। মূলত হিন্দু সম্প্রদায়ের ওই ব্যক্তি জমি কেন্দ্রিক বিরোধের একশন নিতে এই কৌশল খাটিয়েছিলো। পরে তিনি ভুল স্বীকার করে মূচলেকা দিয়েছেন। তবে ধর্মীয় বিষয়কে কাজে লাগিয়ে এ ধরণের ঘটনা খুবই দুঃখজনক।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।