মল্লিক মো.জামান,রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ সন্নিকটে। সারাদেশের মতো জাতীয় সংসদের ৯৭ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে জমে উঠেছে নির্বাচন। এ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, আমাদের দক্ষিণাঞ্চলের মানুষ যত উন্নয়ন চোখে দেখতে পাই, তার সবকিছুই শেখ হাসিনা সরকারের অবদান। বিএনপি জামায়াত জোট সরকার কোন উন্নয়ন করেনি এই অঞ্চলে। তারা দেশের মানুষের সম্পদ দখল করেছে। জোর পূর্বক মানুষের মৎস্য ঘের দখল করেছে। মৎস্য ঘেরের হারীর টাকা চাইতে গেলে তারা নিরীহ মানুষকে খুন করেছে। তাদের সময়ে পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারেনি সাধারণ মানুষ। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা। বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে মোংলা বন্দরের সকল কার্যক্রম বন্ধ করে দেয়। বর্তমান যেখানে ইপিজেড নির্মান হয়েছে সেখানে ছিল কাঁশবন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মোংলা বন্দরকে পুনরায় চালু করে। আগে মোংলা বন্দরে মাসে একটি জাহাজ আসতো না। এখন মোংলা বন্দরে মাসে একশো'র ও বেশি জাহাজ আসে। মোংলা বন্দরের পাশে ইপিজেড নির্মান হয়েছে। সেখানে আট হাজারেরও বেশি নারী ও পুরুষ কাজ করে। নারীদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে জননেত্রী শেখ হাসিনা। আমাদের দেশের গর্ভবতী নারীদের অনাগত সন্তানের দায়িত্ব শেখ হাসিনা নিয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ যত সুযোগ সুবিধা শেখ হাসিনা সরকার দেশের নারীদের দিয়েছে তা সারাবিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমাদের এই দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়। বিএনপি জামায়াত চায়না দেশে সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন হোক। তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্ত আছে। তারা চায়না দেশের মানুষ শান্তিতে থাকুক।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বর্ণি ছায়রাবাদ স্কুল মাঠে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
গৌরম্ভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আ. রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অব) মোতাহার রহমান, খালিদ আহমেদ, শেখ নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জামিল হাসান জামু, ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির, তপন কুমার গোলদার, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সেখ আব্দুস সবুর, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান।
এসময় গৌরম্ভা ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে প্রায় দুই হাজারেরও বেশি মানুষ নৌকার স্লোগানে মুখরিত মিছিল নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করে।
অনুষ্ঠানে বক্তারা আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে টানা পঞ্চমবারের মতো ক্ষমতায় আনার লক্ষে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।