মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের মেঘনা নদীতে একটি যাত্রীবাহী চলন্ত লঞ্চ থেকে ছেলের সাথে অভিমান করে নদীতে লাফিয়ে পড়ে মা জামেরুন বেগম। এ সময় মাকে বাঁচাতে ছেলেও নদীতে ঝাপ দেয়। সোমবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে মুন্সিগঞ্জ গজারিয়া লঞ্চঘাটের অদূরে চর-কিশোরগঞ্জ নামক এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মা জামেরুন বেগম (৪০) নিজে সাঁতার কেটে তীরে উঠে আসতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছে তার ছেলে মোহাম্মদ নাঈম। পরে লঞ্চ থেকে লাফিয়ে পড়া নারী নিজে সাঁতরে তীরে উঠতে সক্ষম হিলেও নিখোঁজ রয়েছে তার ছেলে নাঈম।
গজারিয়ায় নৌ পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক রিয়াজুর জান্নাত জানান, মুন্সিগঞ্জের গজারিয়ায় লঞ্চ ঘাটের অদূরে মেঘনা নদীতে মাকে বাঁচাতে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ ছেলের উদ্ধারে কাজ করছে নৌ পুলিশ ও কোষ্টগাডের সদস্যরা।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।