মোঃ সবুজ খান, মির্জাপুর টাংগাইলঃ
টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী মৈশামূড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৪
অনুষ্ঠিত হয়েছে। উক্ত হাই ভোল্ট নির্বাচনে বিজয়ী হয়েছে
সদস্য :
মির্জা সোহেল রানা .রফিকুল ইসলাম.মোফাজ্জল দেওয়ান,
আমিনুর রহমান ও
ডলি আক্তার।সকল নির্বাচিত সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হলেন
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অব:) মৈশামূড়া গ্রামের কৃতি সন্তান জনাব মো: খালেকুজ্জামান মিয়া। তিনি বলেন আমাদের এ-ই মৈশামুড়া স্কুলটি অতীত থেকে সুনাম রয়েছে এ-ই মৈশামুড়া স্কুল অতীতে যারা লেখা পড়া করে অনেকে জজ, সচিব, বড় বড় সরকারি অফিসে কর্মকর্তা ব্যাংকার তৈরি হয়েছে। আমরা শিক্ষার মান ছাত্র ছাত্রীদের লেখা পড়ার মান উন্নয়ন তৈরি করব।আরো বলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি মডেল স্কুল হিসেবে প্রতিষ্ঠা করবে বলে জানান এবং স্কুলের লেখা পড়ার মান পূর্বের চেয়ে ভাল করবেন। আরও বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি শিল্পপতি জনাব রিপন খান।