“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ”
এই প্রতিপাদ্যে মোংলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ -২০২৩ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (২৫ নভেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বাংলাদেশ ন্যাজারীন মিশন সিআরএসএল প্রকল্পের আয়োজনে শোভাযাত্রাটি উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির ঘোল এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
আলোচনাসভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীদের ভূমিকা অনস্বীকার্য। সরকারের গুরুত্বপূর্ণ পদে আজ নারীরা দেশ পরিচালনার অংশ। তারা দেশের সম্পদ,তাই সমাজে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে।
এসময় চিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মো: নাজমুল হাওলাদার, সিআরএসএল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ডেভিড অধিকারীসহ সিআরএসএল কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তারা নারী নির্যাতন প্রতিরোধ বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে সাধারণ জনগনের মাঝে জনসচেতনা সৃষ্টি করা হয়।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২