আলী আজীম,মোংলা (বাগেরহাট):
এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম' এ স্লোগানকে ধারণ করে মোংলায় আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আ’লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহাসিক স্বীকৃতি লাভ অসামান্য অর্জন বলেন বক্তারা।
উপজেলা আ'লীগের সভাপতি অধ্যক্ষ বাবু সুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ'লীগের সহ সভাপতি ইদ্রিস আলী ইজারাদার ,উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ'লীগের সভাপতি ও মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান,পৌর আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজামান জসিম, পৌর আ'লীগের যুগ্ন সাধারন সম্পাদক গোলাম হোসেন বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হাওলাদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি এইচ এম মিলন শিকারী, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহাজাহান সিদ্দিকী, পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমি লিলা, পৌর যুবলীগের সাধারণ সস্পাদক শেখ আল-মামুন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহরুক বাপ্পী সহ পৌর কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, এবং আ'লীগের সকল সহোযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।