আলী আজীম,মোংলা (বাগেরহাট):
মোংলা উপজেলার সিগনাল টাওয়ার এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ রবিউল খাঁন (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ তাকে আটক করা হয়। রবিউল খাঁন মোংলা উপজেলার মোর্শেদ সড়ক এলাকার মো. আবুল হাসেম খানের ছেলে।
পুলিশ জানায়, পৌর ৯নং ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার তিন রাস্তার মোড়ে রাস্তার উপর মাদক বেচা-কিনা হচ্ছে। এমন গোপন সংবাদ পেয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলামের নেতৃত্বে, এস আই হাদীউজ্জামান খাঁন, এ এস আই জসিম উদ্দিন, এসআই মো. ইসতিয়াক হোসেন, এএসআই মো. ওয়াজেদ আলী ও এএসআই মো. ইমানুর সহ পুলিশের একটি বিশেষ দল সাথে সাথে সিগনাল টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি সাদা পলিথিনের ব্যাগ থেকে ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় রবিউলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১৪। সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে। মাদক নিরসনে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবেও বলও জানান থানার এ কর্মকর্তা।