আলী আজীম, মোংলা (বাগেরহাট)
মোংলার পৌর শহর থেকে দশ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মোংলা থানা পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আটক মো: মেহেদী হাসান কাজী (২৮) কবরস্থান রোডের মো: লুৎফর কাজীর ছেলে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে দশ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মোংলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২