আলী আজীম, মোংলা (বাগেরহাট)
বন মামলায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে পলাতক থাকা বহুলালোচিত লিটন মন্ডল (৪০) গ্রেফতার করে জেলে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১২টায় তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে তাকে মোংলা উপজেলার চিলা এলাকার কাটাখালি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, বন আইনের একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন লিটন। সে উপজেলা চিলা ইউনিয়নের নাগের পুকুর পাড়ের অতুল মন্ডলের ছেলে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়।
চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হেসেন বলেন, লিটন গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তির নিঃস্বাশ ফেলছে। দীর্ঘদিন সে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স দাবি করে এলাকার নিরীহ মানুষকে হয়রানি করে চাঁদাবাজি করতো। এলাকায় বিভিন্ন মানুষকে ভিজিডি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে। এতে এলাকার ভাবমূর্তি নষ্ট হতো। এছাড়া তার বিরুদ্ধে সুন্দরবন কেন্দ্রিক বিভিন্ন অভিযোগ রয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করায় এলাকার সবাই খুশি হয়েছেন।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।