আলী আজীম,মোংলা (বাগেরহাট):
মোংলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে এক অনারম্ভর অনূষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ।
পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সবুজ বৈরাগী, মোংলা সরকারী কলেজের প্রভাষক মাহবুবুর রহমান, স্থানীয় অবিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।