আলী আজীম, মোংলা (বাগেরহাট)
মোংলায় এক গৃহবধূকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে সুন্দরবন ইউনিয়নে বাজিকরের খন্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনায় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মোংলা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সজনী বেগম (৩০)।
অভিযোগ সুত্রে ও ভুক্তভোগী জানায়, বাড়ির সামনে একটা মারামারির ঘটনার প্রত্যক্ষদর্শী স্বাক্ষী থাকায় আবু বক্কর সহ আরো ৪জন তার উপর ক্ষিপ্ত হয়ে গত রাত আনুমানিক ২টার সময় তাকে ধর্ষন ও হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালায়। বাহিরের গেট ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে। পরবর্তীতে ঘরের দরজা ভাঙ্গার চেষ্টায় ব্যর্থ হয়ে জানালা ও ঘরের বিভিন্ন স্থানে কোপ দিয়ে ভাঙ্গা/খোলার চেষ্টা করে। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তাকে বিভিন্ন রকম হুমকি ও ভয়ভীতি দিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত আবু বক্কর অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কিছুই জানিনা না। আমাকে ফাসাতে এসব করা হচ্ছে।
এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২