আলী আজীম,মোংলা (বাগেরহাট):
“স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সব সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক জনসচেতনতামূলক মহড়া,র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকাল ১০ টায় মোংলা উপজেলা পরিষদের চত্বরে র্যালী ও দুর্যোগ প্রস্তুতি জনসচেতনতা মূলক মহড়া শেষে আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জাফর রানা, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির মোংলা শাখার টিম লিডার মাহমুদ হাসান, মোংলা ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর লিটন হাওলাদার, শিক্ষক শিক্ষার্থীরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ ফায়ার ফাইটাররা উপস্থিত ছিলেন।