আলী আজীম,মোংলা (বাগেরহাট):
মোংলায় ” উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজ সেবায়” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আয়োজনে ২৫তম জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) সকাল ১০টায় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনাসভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ’র সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।
এ ছাড়া অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. শাহীন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সবুজ বৈরাগী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সেলিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান প্রমুখ।