আলী আজীম, মোংলা (বাগেরহাট)
সদ্য যোগদানকৃত বাগেরহাট জেলা প্রশাসক
মোহা: খালিদ হোসেন এর সাথে মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকাল ৩টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন।
এর আগে জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন উপজেলার চাঁদপাই ইউনিয়নের পাকখালী গ্রামে
ভূমিহীন-গৃহহীনের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও চাঁদপাই ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুষার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২