আলী আজীম, মোংলা (বাগেরহাট)
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মোংলা উপজেলার ৩৬টি পূজা মণ্ডপের জন্য আর্থিক অনুদানের ডিও বিতরণ করেন উপমন্ত্রী হাবিবুন নাহার। এছাড়া এদিন উপ-মন্ত্রী ২০২৩-২৪ অর্থ বছরের টিআর, কাবিখা, কাবিটা, গম ও চালের ডিও বিতরণ করেন। একই সময় তিনি সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে’র আওতায় উপজেলার ছয়টি ইউনিয়নে ১৫৬ পরিবারের মধ্যে বৃষ্টির পানি সংরক্ষণে ৩ হাজার লিটারের পানির ট্যাঙ্কও বিতরণ করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার’র সভাপতিত্বে ও মোংলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য বাগেরহাট-০৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তাই জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে সবাই আনন্দ-উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা করতে পারছি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অবাধে ধর্মাচরণ করতে পারছে। দুর্গা পূজাকে ঘিরে মন্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: জাফর রানা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ সোহান আহম্মেদ, কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিধান চন্দ্র রায়, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মিঠাখালি ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, বিভিন্ন ইউপি চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
এর আগে উপমন্ত্রী হাবিবুন নাহার উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২