আলী আজীম,মোংলা (বাগেরহাট):
মোংলায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ মে) দুপুরে মোংলা পিকনিক কর্নার এলাকা থেকে ১০০ লিটার চোরাই ডিজেল সহ ইউসুফ হোসেন (৩২) নামে এক চোরা কারবারিকে আটক করেছে মোংলা থানা পুলিশ। ইউসুফ পৌর ৪নং ওয়ার্ডের পিকনিক কর্ণার এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোংলা থানার এস আই নুর আলমের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল মোংলা ফেরীঘাট এবং পিকনিক কর্ণার এলাকায় অভিযান পরিচালনা করে তেল সহ চোরা কারবারি ইউছুফ কে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, বেশ কিছুদিন ধরে একটি চক্র মোংলা পিকনিক কর্ণার এলাকায় চোরাই তেলের ব্যাবসা করে আসছে এমন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশের একটি টিম সেখানে নজরদারি করে আসছিলো। সোমবার দুপুরে একটি চক্র চোরাই তেলের কারবার করছে এমন সংবাদে ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ইউছুফ হোসেন নামে একজনকে ১০০ লিটার চোরাই ডিজেল সহ আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্তা গ্রহন করে কোর্টে প্রেরন করা হবে বলেও জানান এ কর্মকর্তা।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।