আলী আজীম, মোংলা (বাগেরহাট):
মোংলা পৌর এলাকায় অভিযান চালিয়ে এক মোবাইল ছিনতাইকারীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ২টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়। এসময় তার সাথে থাকা অজ্ঞাতনামা দুই/তিন জন ছিনতাইকারী পালিয়ে যায়। তাদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে পুলিশ জরুরী অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক মোঃ তানভীর আকন (২৩) শেহলাবুনিয়ার বুদ্ধিজীবী মোড় এলাকার মো: খলিল আকনের ছেলে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন জানান, আটককৃত তানভীর জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, গত দুইদিন আগে উপজেলার মেইন গেটের সামনে থেকে রাতে একটি ছিনতাই করে এবং অপরটি এক সপ্তাহ আগে জালচেরা ব্রিজে এলাকা থেকে ছিনতাই করে।
এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।