আলী আজীম, মোংলা (বাগেরহাট)
মোংলা উপজেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৪ মে) সকাল ৯টায় মোংলা উপজেলা পরিষদ কার্যালয় উপজেলা নির্বাহি কর্মকর্তা দীপংকর দাশ’র সভাপতিত্বে বই বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। এ সময় উপমন্ত্রী নিজের ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তাসহ মসজিদ, মন্দিরে টিআর কাবিখা এর চেক বিতরণ করেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, উপজেলা এলজিইডি কর্মকর্তা আলিমুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউপি সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার প্রমুখ।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২
০৪/০৫/২৩ইং