আলী আজীম, মোংলা (বাগেরহাট)
বাল্য বিবাহ হ্রাস করার লক্ষ্যে মোংলা উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচি (সেলপ) এর সহযোগিতায় এ সমন্বয় সভা অনুষ্টিত হয়।
মোংলা উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন, মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা পরমা রানী সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল বাশার, তথ্য সেবা কর্মকর্তা সংগীতা পাল, মোংলা সরকারী টি.এ.ফারুক কলেজ’র অধ্যাক্ষ মোঃ আবু সাঈদ খান, মিঠাখালি ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদার, চিলা ইউপি প্যানেল চেয়ারম্যান, বুড়িরডাঙ্গা ইউনিয়নের সচিব, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ইমাম, পুরোহিত প্রমূখ।
বাল্যবিবাহ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বক্তারা বলেন, সকলে যার যার অবস্থান থেকে বাল্যবিবাহ হ্রাস করার জন্য আন্তরিক পদক্ষেপ নেবে। এবিষয়ে আইন ও ক্ষতিকর দিক নিয়ে উপস্থিত সকলে নিজস্ব কর্মসূচিতে উত্থাপন করেন ।
সকল কে তাদের স্ব স্ব অবস্থান থেকে বাল্য বিবাহ প্রতিরোধে উদ্যোগ ও সকলকে সচেতন করার জন্য আহবান জানানো হয়।সকল কে ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার এ কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন ।