কামরুজ্জামান শিমুল,বাগেরহাট জেলা প্রতিনিধি:
পুলিশের অভিযানে বাগেরহাটের মোংলা উপজেলা বিএনপির তিন নেতাকে আটক করেছে মোংলা থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির এই তিন নেতাকে আটক করা হয়।
পুলিশের হাতে আটক ব্যক্তিরা হলেন মোংলা পৌর বিএনপির প্রচার সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবলু ভূইয়া, মোংলা পৌর বিএনপির সদস্য জুলফিকার আলী ও মোংলা পৌর যুবদল নেতা নজরুল ইসলাম পন্ডিত। বুধবার (৭ডিসেম্বর) দুপুরে পূর্বে দায়েরকৃত নাশকতা মামলায় আটক দেখিয়ে পুলিশ তাদের আদালতে পাঠিয়েছে।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, দলীয় নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি ও ‘হয়রানিমূলক’ মামলায় রামপাল মংলায় পুলিশ ধরপাকড় করছে। ঢাকায় আগামী ১০ ডিসেম্বর মহাসমাবেশকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট ও নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য পুলিশ এখন বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার শুরু করেছে। তিনি নেতা কর্মী আটকের ঘটনায় তীব্র নিন্দা জানান।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, পূর্বে দায়েরকৃত নাশকতার মামলায় বিএনটির তিন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।