আলী আজীম, মোংলা (বাগেরহাট)
মোংলায় জমি নিয়ে বিরোধের জেরে মোঃ আলামিন মোছাল্লী (৩৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর আহতাবস্থায় বর্তমানে তিনি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। আহত আলামিন মোছাল্লী সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামের মোঃ সুলতান মোছাল্লীর ছেলে।
গত বুধবার (৯ জুলাই) উপজেলার সুন্দরবন ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিন বাঁশতলা গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই আহতের বাবা মো: সুলতান মোছাল্লী বাদী হয়ে ৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ নামে মোংলা থানায় এজাহার দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের মৃত মালেক হাওলাদারের ছেলে মোঃ দুলাল হাওলাদার (৩৮), কচুবুনিয়া গ্রামের মোঃ মেয়োবালি চৌকিদারের ছেলে মোঃ শহিদ চৌকিদার (৪২), একই এলাকার মোঃ শহিদ চৌকিদারের স্ত্রী পরী বেগম (৩৫) এবং বুড়বুড়িয়া এলাকার আব্দুল গনি হাওলাদারের স্ত্রী মোসাঃ রুপিয়া বেগম (৫০)।
এজাহার সূত্রে জানা গেছে, মৎস্য ঘেরের জমি নিয়ে বাশতলা এলাকায় মোঃ দুলাল হাওলাদারের সাথে বুড়বুড়িয়া এলাকার মোঃ সুলতান মোছাল্লীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মোঃ আলামিন মোছাল্লী বৈদ্যমারী বাজারের উদ্দেশ্যে দক্ষিন বাঁশতলা এলাকার ভ্যান স্ট্যান্ডে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযুক্তরাসহ ২/৩ জন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি মারধর করে এবং মাথার মাঝে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়দের সহযোগীতায় গুরুতর অবস্থায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মামলা দায়েরের পর পরিবারের অন্যদের নানা হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
আহত আলামিন মোছাল্লীর বাবা সুলতান মোছাল্লী বলেন, আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে। ছেলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে এমন ভাবে কুপিয়েছে যে আর মাথা ঠিক হবে কিনা জানি না। আমব এই নৃশংস ঘটনার দৃষ্টান্ত মূলক বিচার চাই।
বুধবার (১০ জুলাই) গ্রামে গিয়ে থমথমে অবস্থা দেখা গেছে। তবে কথা বলা মতো অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোন নম্বর না পাওয়ায় তাৎক্ষণিকভাবে কারও মন্তব্য নেওয়া যায়নি।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২