আলী আজীম, মোংলা (বাগেরহাট)
মোংলা উপজেলার চিলা ইউনিয়নের দাশের খন্ড গ্রামের বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ খান আলম (৭৪) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৩টায় খুলনার সোনাডাঙ্গা হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি একই এলাকার মৃত গেন্দু খানের ছেলে।
মনির আহমেদ খান আলম এক স্ত্রী (হাফেজা বেগম) ও মমতাজ খান মৌ (২২) বছরের একটি মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তারিকুল ইসলাম’র উপস্থিতিতে মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম’র নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার দেন। এসময় মোংলা উপজেলার মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোংলা উপজেলার মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন, উপজেলাতে উনিসহ আরো বীর মুক্তিযোদ্ধা ছিল। মনির আহমেদ খান আলম অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং দেশের একজন সূর্যসন্তান ছিলেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি তার আত্মার মাগফেরাত কামনা করি।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২