আলী আজীম,মোংলা (বাগেরহাট):
বিগত ৫০ বছর ধরে ব্র্যাক নারীর অধিকার, জেন্ডার বৈষম্য দূরীকরণ, নারীর প্রতি সহিংসতা বিলোপ ও নারীর অমিত সম্ভাবনা বিকাশে কাজ করে যাচ্ছে। যার প্রয়োজন সবচাইতে বেশি, তার পাশে অগ্রাধিকার ভিত্তিতে দাঁড়ানোই ব্র্যাকের উন্নয়ন দর্শনের ভিত্তি। তাই ব্র্যাক তার জন্মলগ্ন থেকে নারীকে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম গ্রহণ করেছে। পাশাপাশি বাংলাদেশের জাতীয় উন্নয়নেও সরকারের বৃহৎ সহযোগী হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি। উন্নয়নের কেন্দ্রবিন্দুতে নারীকে বিবেচনায় নিয়ে ব্র্যাক ব্র্যান্ডটিই গড়ে ওঠেছে নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করে।
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাক এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৩’ পালনে আজ বুধবার (৮ মার্চ) সকাল ১০টায় মোংলা উপজেলার সামনে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও মানববন্ধনের আয়োজন করা হয়।
এর আগে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহি কর্মকর্তা দীপংকর দাশ’র সভাপতিত্বে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্প) অংশ হিসেবে আলোচনাসভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।
অনুষ্ঠানে আলোচকবৃন্দ ব্র্যাকের সফল ও সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নানামুখী কাজের মাধ্যমে বর্তমানে নারীরা সমাজে ও দেশের উন্নয়নে গুরুত্ত্বপূর্ণ অবদান রাখছেন। কর্মক্ষেত্রসহ সমাজের সকল ক্ষেত্রে নারীর এই সাহসী ভূমিকাকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে সামগ্রিকভাবে নারীর জয়যাত্রাকে অব্যাহত রাখাটাই দেশের সামগ্রিক উন্নয়নের মূল চাবিকাঠি। আলোচকবৃন্দ টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমতার উপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়া নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্য বিয়ে বন্ধ এবং জেন্ডার বৈষম্য দূর করণে তারা প্রত্যেকেই সমাজে বিশেষ অবদান রাখছেন বলে জানান ব্র্যাক কতৃপক্ষ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ঈশরৎ জাহান, সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি অফিসার) সৌমিত্র বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল্লাহ-আল-মামুন, উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস,অপরাজিতা নেটওয়ার্ক নারীর নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের অপরাজিতা অর্পা মল্লিক, অপরাজিতা শিপ্রা হালদার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর মেন্টর পিযুশ কান্তি মজুমদার, কাজী মিজানুর রহমান, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের মোংলার আহবায়ক রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন।