আলী আজীম,মোংলা (বাগেরহাট):
মোংলায় মহান শহীদ দিবস ও আন্তরর্জাতিক মাতৃভায়া দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে মোংলা পৌর শহীদ মিনারে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জুলফিকার আলী, সহ-সভাপতি মোঃ এমরান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার প্রমূখ।
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।